মালদা

লোকনাথ বাবার তিরোধান দিবস উপলক্ষে মালদা জেলার বিভিন্ন এলাকায় পুজো পাঠের আয়োজন

সনাতন ধর্মগুরু লোকনাথ বাবার তিরোধান দিবস উপলক্ষে রবিবার বিভিন্ন জেলায় লোকনাথ বাবার পূজো-পাঠের আয়োজন করা হয়। সেই মতো একই চিত্র দেখা গেল মালদা জেলার ঝলঝলিয়া, কৃষ্ণপল্লি সহ শহরের বিভিন্ন এলাকায়।

উল্লেখ্য, লোকনাথ বাবা শ্রীকৃষ্ণের জন্মদিন তথা জন্মাষ্টমীতে ১৭৩০ সালে ২৪ পরগণার চৌরাশি চাকলা গ্রামে একটি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। কথিত আছে বাবা লোকনাথের আধ্যাত্মিক শক্তি ছিল প্রখর। তিনি আরও আধ্যাত্মিক শিক্ষা নেওয়ার উদ্দেশ্যে বিভিন্ন দেশ ভ্রমণ করেন। বারদী গ্রাম ঘুরে তিনি "বারদী-র ব্রহ্মচারী" নাম অর্জন করেন। অবশেষে ১৮৯০ সালে তিনি ১৬০ বছর বয়সে দেহত্যাগ করেন। বাবা লোকনাথের প্রতি মানুষের বিশ্বাস, শ্রদ্ধা থাকার ফলে তাঁর তিরোধান দিবস উপলক্ষে প্রতিবছর তার ভক্তবৃন্দরা বাবা লোকনাথ পুজোর আয়োজন করেন। 

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 

https://www.youtube.com/embed/wdvNq_vcNIA